৫ টি আন্তর্জাতিক জনপ্রিয় হোস্টিং কোম্পানি

International hosting

বিশ্বের অধিকাংশ মানুষই এখন অনলাইন স্টোর বা নিজের ব্যক্তিগত ব্লগ ওয়েব সাইট তৈরি করে থাকে। 
নিজেস্ব ব্রান্ড হিসেবে পরিচিত হ‌ওয়ার জন্য, প্রথমেই একটা প্রশ্ন আসে? দেশী হোস্টিং নেবো নাকি, আন্তর্জাতিক হোস্টিং নেবো, যা অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। 


এই লেখায় আজকে আমি শেয়ার করবো, বিশ্বের আন্তর্জাতিক পরিচিত ও বিশ্বাসযোগ্য ৫টি সেরা হোস্টিং কোম্পানি সম্পর্কে, যেখানে ছোট করে কিছু তথ্য তুলে ধরবো। আশা করি এই আর্টিকেল টি পড়ে যেনো আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।




৫টি আন্তর্জাতিক হোস্টিং কোম্পানি 


১. Bluehost | নতুনদের জন্য নির্ভরযোগ্য ও পছন্দের। 

 যা মূলত ওয়ার্ডপ্রেস কৃর্তপক্ষ থেকে রিকমেন্ডেড করে থাকে।  বর্তমান সময়ে  বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় ওয়েব-হোস্টিং কোম্পানির মধ্যে একটি, যারা নতুন ব্লগ বা ওয়েবসাইট স্টোর দিয়ে ব্যবসা শুরু করতে চায়, তাদের জন্য ব্লুহোস্টি অনেকটা সাশ্রয়ী ও ইউজার ফ্রেন্ডলি হবে। 

 আপনি যদি তাদের হোস্টিং ব্যবহার করে থাকেন, তাহলে ব্লু হোস্টি এর যে বৈশিষ্ট্য গুলো পাবেন। 

 

  • আপনি ১ ক্লিকে  ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন।
  • হোস্টিং কিনলে (ফ্রি ডোমেইন পাবেন) প্রতি বছরের জন্য, (রিনিউ করলে)।
  • তারা ২৪/৭ কাস্টমার সার্ভিস দিয়ে থাকে।
  • এস‌এসডি স্টোরিজ ও ভালো স্পীড  এবং আপটাইম। 
  • শেয়ার্ড হোস্টিং মূল্য প্রতি মাসে $২.৯৫ ডলার থেকে শুরু।

২. Hostinger | বাজেট বান্ধব ও কার্যকর।

নতুন কোম্পানি হিসেবে অল্প সময়ে ভালো জনপ্রিয়তা অর্জন করেছে।  তারা মূলত কম দামে ভালো মানের হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। যারা বাজেট মধ্যে ভালো হোস্টিং নিতে চায় তাদের জন্য আন্তর্জাতিক হোস্টিংয়ের মধ্যে হোস্টিংগার ভালো হবে।


হোস্টিংগার থেকে হোস্টিং নিলে, আপনি তাদের বৈশিষ্ট্য গুলো যা পাবেন।


  • হোস্টিংগার থেকে আপনি পাবেন > ফ্রি এস‌এস‌এল ও ক্লাউডফ্লেয়ার সিডিএন ।
  • তারা দিবে কাস্টম (Hpanel) cPanel এর পরিবর্তে।
  • তাদের হোস্টিং কেনার যদি কোন সমস্যা মনে করেন বা ভালো লাগছে না, তাহলে আপনি সঠিক রিজন দেখিয়ে ৩০ দিনের মধ্যে মানি ব্যাগ গ্যারান্টি পেতে পারেন।
  • সাইট হবে ফাস্ট লোডিং আপটাইম ও ২৪/৭ লাইভ চ্যাট সাপোর্ট।

তাদের শেয়ার্ড হোস্টিং প্রতিমাসে $১.৯৯ ডলার থেকে শুরু।


৩. SiteGround  | পারফরমেন্স ও সিকিউরিটি সম্পূর্ণ।
এমন একটি হোস্টিং কোম্পানি, তারা তাদের সার্ভিস, দূর্দান্ত স্পীড ও সিকিউরিটি এবং কাস্টমার সাপোর্টের জন্য জনপ্রিয়। অনেক বড় বড় এজেন্সি ও ব্লগার সাইটগ্রাউন্ড হোস্টিং ব্যবহার করে থাকে। দাম একটু বেশি হলেও তাদের সার্ভার পারফরমেন্স অত্যন্ত ভালো।

আপনি যদি সাইটগ্রাউন্ড থেকে হোস্টিং নিয়ে ব্যবহার করেন, তাদের থেকে যে সুবিধা গুলো পাবেন।

সাইটগ্রাউন্ড হোস্টিং এর কিছু বৈশিষ্ট্য সমূহ?

  • তারা গুগল ক্লাউড হোস্টিং ব্যবহার করে।
  • প্রতিদিন আপনি ডেইলি ব্যাক‌আপ পাবেন।
  • ফ্রি সিডিএন ও এস‌এস‌এল পাবেন।
  • তাদের আছে সুপার ক্যাসার প্রযুক্তি।
  • সেইসাথে পাবেন, এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস।

তাদের থেকে হোস্টিং কিনলে প্রতি মাসে $৩.৯৯ ডলার থেকে শুরু, আর সেই সাথে প্রথম বছর পাবেন ডিসকাউন্ট।



৪. A2 Hosting | গতির বা স্পীডের জন্য একধাপ এগিয়ে। 
 এই কোম্পানি টি সবচেয়ে বেশি পরিচিত তাদের (Turbo-Server) এর কারণে, যা কিনা ওয়েবসাইট কে আরও ২০ গুন লোড করতে, সাহায্য করে থাকে? ছোট কিংবা বড় ব্যবসায়ী যারা কিনা স্পীড ও সিকিউরিটি নিয়ে, খুব বেশি চিন্তিত তাদের জন্য (এ হোস্টিং অনেক ভালো হবে) ।

আপনি যদি (এ হোস্টিং) থেকে হোস্টিং নিয়ে কাজ করেন। তাহলে তাদের কাছে থেকে যে সুবিধা গুলো পাবেন।

  •  আপনি > (Turbo-Boost), অপশন পাবেন। যা ওয়েব সাইটের জন্য ভালো একটা দিক।
  • আর‌ও পাবেন > ফ্রি মাইগ্রেন করার সুযোগ।
  • হোস্টিং কেনার পর ভালো লাগছে না বা সমস্যা মনে করেন তাহলে যে কোন সময় আপনি পাবেন > মানি ব্যাগ গ্যারান্টি।
  • ডেভেলপার ফ্রেন্ডলি সহজ অপশন > (পিএইচপি,‌ মাইএসকুয়াল, নোট.জেএস) ।
  • সেই সাথে সার্ভার আপটাইম > ৯৯.৯% গ্যারান্টি। 
তাদের প্রতি মাসে মূল শুরু হচ্ছে, $২.৯৯ ডলার/মাস (যা কিনা ডিসকাউন্ট সহ)


৫. DreamHost | ওয়ার্ডপ্রেস কৃর্তপক্ষ ফোকাসড নিরাপদ।
তাদের হোস্টিং অনেক বেশি, নির্ভরযোগ্য এবং ফিচারযুক্ত,  তাছাড়া ওয়ার্ডপ্রেসের কতৃপক্ষ থেকে, এই হোস্টিং এর জন্য, অফিসিয়াল ভাবে রিকমেন্ডেড করে।

আপনি যদি ড্রিমহোস্টিং থেকে সার্ভিস নেন তাহলে যে সুবিধা গুলো পাবেন।

  • আপনি ১ ক্লিকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন। সেই সাথে ফ্রি প্রাইভেসি প্রোটেকশন এবং ডোমেইন পাবেন।
  • এস‌এসডি স্টোরিজ ও আনমেটারেড ব্রান্ড‌উইড
  • যেকোন সমস্যার কারণে ৯৭ দিনের মধ্যে মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে থাকে।

তাদের প্রতি মাসে শেয়ার্ড হোস্টিং মূল্য শুরু $২.৫৯ ডলার।



জনপ্রিয় হোস্টিং নিয়ে কিছু প্রশ্ন (FAQ)


১/ কোন হোস্টিং সবচেয়ে বেশি সাশ্রয়ী হবে।
উত্তর: হোস্টিংগার বর্তমান সময়ে বাজেট মধ্যে আছে এবং ভালো পারফরমেন্স হোস্টিং সার্ভিস দিচ্ছে।


২/ ফ্রি ডোমেইন কোন কোম্পানি দিয়ে থাকে।
উত্তর: ব্লুহোস্ট এবং ড্রিমহোস্ট তারা প্রথম বছর ফ্রি ডোমেইন দিয়ে থাকে।

৩/ ওয়ার্ডপ্রেস জন্য কোন হোস্টিং ভালো হবে।
উত্তর: Bluehost, SiteGround, DreamHost - এই তিনটি হোস্টিং সরাসরি ওয়ার্ডপ্রেস থেকে রিকমেন্ড করে থাকে।

৪/ আমি কি পরে হোস্টিং আপগ্রেড করতে পারবো।
উত্তর: হ্যাঁ, প্রতিটা কোম্পানি আপগ্রেডের সিস্টেম আছে, আপনি চাইলে পরে আপগ্রেড করতে পারবেন।

৫/ বাংলাদেশ থেকে কিভাবে কিনবো।
উত্তর: ভিসা, মাস্টারকার্ড বা আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট বা পেওনিয়ার কার্ড  কিংবা বর্তমানে আপনি গুগল পে দিয়ে সহজেই হোস্টিং কিনতে পারবেন। 



প্রতিটা হোস্টিং কোম্পানি গুলোর হোস্টিং সম্পর্কে জানতে তাদের ওয়েবসাইট গুলো ভিজিট করতে পারেন।

১. DreamHost 





বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট গুলো ভিজিট করে জেনে নিতে পারেন।



আমার ব্যক্তিগত মন্তব্য 

আমি বর্তমান সময়ে হোস্টিংগার ব্যবহার করছি, তাই আমার কাছে হোস্টিংগার ভালো লাগছে। আপনি যদি আন্তর্জাতিক হোস্টিং কোম্পানি থেকে বাজেট মধ্যে ভালো সার্ভিস নিতে চান, তাহলে আমি বলবো হোস্টিগার আপনার জন্য উপযুক্ত। আর যদি আপনার বাজেট বেশি থাকে, তাহলে অন্য কোম্পানি গুলো ট্রাই করে দেখতে পারেন। 




>> written by Potiva Tech



Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous 20 July 2025 at 02:34

    Helpful information ⚡

Add Comment
comment url