বাংলাদেশে প্রথম Google Wallet চালু করলো সিটি ব্যাংক।
এটা কারা ব্যবহার করতে পারবে। কিভাবে ব্যবহার করতে হবে - আজকে এই পোস্টে বিস্তারিত আলোচনা করবো।
Bangladesh থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট করা এখন আরও সহজ হলো Google Wallet এর মাধ্যমে।
Google Wallet এটাকে ব্যবহার করে। এখন Bangladesh থেকে ইন্টারন্যাশনাল ট্রানজ্যকশন করা আরও সহজ হবে।
কারা ব্যবহার করতে পারবে - যাদের কাছে City Bank একাউন্ট আছে। সেই সাথে Visa বা Master Card আছে।
তারাই এই মুহুর্তে ব্যবহার করতে পারবে, আর যাদের ভিসা বা মাস্টারকার্ড নেই। অবশ্যই তাদের এই কার্ড নিতে হবে। তাহলেই Google Wallet এর সুবিধা উপভোগ করতে পারবেন।
কিভাবে ব্যবহার করবেন
আপনি যদি Google Wallet ব্যবহার করতে চান।
তাহলে লাগবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আর তার সাথে NFC সাপোর্ট থাকতে হবে। আপাতত হয়তো iPhone - এটা কাজ করে না খুব শীঘ্রই হয়তো চালু হয়ে যাবে।
প্রথমে আপনি চলে যাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে আপনি সার্চ করবেন Google Wallet - তারপর অ্যাপ টা ডাউনলোড করে নিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা মোবাইলে বাই-ডিফল্ট ডাউনলোড করা থাকে নতুন মোবাইল কেনার পর।
আপনার ক্ষেত্রে যদি অ্যাপ টা ইন্সটল করা থাকে তাহলে আর ইন্সটল করার দরকার নেই। যদি না থাকে তাহলে অবশ্যই অ্যাপ টা কে ডাউনলোড করে নিবেন।
আপনি যদি আজকের তারিখে আর্টিকেল টি পড়ে থাকেন তাহলে এই প্রসেসে সামনে এগিয়ে যান - অথবা কিছুদিন পর যদি এই আর্টিকেল টি পড়ে থাকেন। তাহলে একই পদ্ধতিতে iPhone মোবাইলে চেষ্টা করে দেখতে পারেন কাজ করছে কিনা।
অ্যাপ ডাউনলোড হওয়ার পর
প্লে-স্টোর থেকে ওপেন বাটনে চালু করতে পারেন অথবা আপনার মোবাইল স্ক্রিন থেকে চালু করতে পারেন। চালু করার পর Google Wallet এর যে ইন্টারফেস আপনার এখানে চলে আসবে। আসার পর আপনি View Wallet এটাতে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাবেন Add to Wallet- এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন Payment Card আসার পর।
আপনার কাছে থাকা সিটি ব্যাংকের Visa বা Mastercard এর সকল তথ্য দিয়ে সবকিছু পূর্ণ করতে হবে। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে কার্ডের তথ্য সিকিউর রাখার চেষ্টা করবেন। আর কার্ডের তথ্য ব্যাংক ব্যতীত কারো সাথেই শেয়ার করবেন না।
সকল তথ্য দেওয়ার পর Checking card is Eligibility আসার পর অন্য একটি ইন্টারফেস নিয়ে যাবে। City Bank issues Terms ভেরিফিকেশনের জন্য। কার্ডটা সঠিক ভাবে Approve হবে কিনা যাচাই বাছাই করার জন্য। issues Terms এর পর আপনি ঠিক মার্ক দিয়ে Accept বাটনে ক্লিক করে Continue বাটনে প্রেস করবেন - একটু অপেক্ষা করার পর।
তারা আপনার মোবাইলে একটা মেসেজ পাঠাবে। মেসেজ আসার পর ইন্টার কোডে প্রেস করে OTP Code টি বসাতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে লেখা আসবে Card is ready for online payment।
এটা আসার পর আপনি আপনার মোবাইল দিয়ে যেকোন জায়গায় থেকেই। যেকোন ডিজিটাল পণ্য কিনতে পারবেন। সেই সাথে Google Wallet এর মাধ্যমে যেকোন পন্যের দেশে বিদেশে পেমেন্ট করতে পারবেন।
প্রসেস টা খুবই সহজ
এটা করা জটিল কিছু না আপনি আপনার কার্ডটা স্ক্যান করবেন আর CVV Code দিবেন। আপনার মোবাইলে মেসেজ আসবে এই প্রথমবার কার্ডটা একবার অ্যাড করে নিলেই হবে। আশা করি কয়েকটা সিম্পল স্ট্যাপ ফলো করলেই আপনি এটা করে ফেলতে পারবেন।
আর এটা করার সময় একটু খেয়াল রাখতে হবে আপনার সকল তথ্য ঠিকঠাক আছে কিনা।
•|•
FAQ
আপনার যদি বিস্তারিত তথ্য জানার থাকে
তাহলে ব্যাংকের কাস্টমার কেয়ারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন।
অথবা সরাসরি আপনার নিকটস্থ ব্যাংক গিয়ে
ম্যানেজার সাথে আলাপ করে সম্পূর্ণ তথ্য জেনে নিন।
গুগল ওয়ালেট দিয়ে দেশ-বিদেশে পেমেন্ট করতে পারবেন।
সিটি ব্যাংক প্রথম চালু করেছে, আস্তে ধীরে অন্যান্য ব্যাংক গুলো এই সেবা চালু করবে।
কি ধরনের কার্ড লাগবে, ভিসা ও মাস্টার কার্ড।
তথ্যসূত্র/ সিটি ব্যাংক | Written by Potiva Tech
পোস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।