দেশ নাকি বিদেশ কোনটা ভালো হবে

দেশ নাকি বিদেশ কোনটা ভালো হবে

বাংলাদেশের অধিকাংশ ছেলে-মেয়েই দেশ ত্যাগ করা কথা ভাবছে। যারা দেশ ছেড়ে বিদেশে আসার কথা ভাবছেন তাদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। আজকে নিজের অভিজ্ঞতা থেকে কিছু বিষয় তুলো ধরবো যেহেতু দীর্ঘ সময় ধরে মিডেলিষ্ট আছি‌‌। 

আপনি বিশ্বের যে দেশেই যাবেন সবকিছু এক‌ই রকম মনে হবে। শুধু আইন কানুন ও কালচার ভিন্ন ভিন্ন হবে এটাই স্বাভাবিক।  আজকে এই পোস্টে বিস্তারিত আলোচনা করবো।

দেশে থাকলে যা হবে


প্রথমে আমরা জানবো দেশের সম্পর্কে কেননা আমরা যেহেতু বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছি।  নিজের দেশ‌ কে সবচেয়ে বেশি ভালো লাগবে যত খারাপই হোক না কেনো। কারণ এই দেশটা যে আমাদের প্রিয় মাতৃভূমি।

ওকে! আপনি যদি দেশে থাকেন তাহলে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে থাকবেন। বিপদ আপদে তারা আপনার পাশে এসে দাঁড়াবে যা বিদেশের মাটিতে আপনি এই মায়া মমতা ভালোবাসা পাবেন না।

অনেকেই বলে থাকে বিদেশ গেলে ভালো উন্নত জীবন সুযোগ সুবিধা নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি।  আপনি উন্নত জীবন ও সুখের আশায় পাড়ি জমাবেন ইউরোপ ও আমেরিকায়। সেই সব দেশে যাবেন যাওয়ার পর বসবাস শুরু করবেন। কিন্তু আপনি যে সুখী হবেন তার কোন নিশ্চয়তা নাই। 

তাছাড়া নিজ দেশের সংস্কৃতি ছেড়ে অন্য দেশে গিয়ে বসবাস করলেও সেই দেশের সাংস্কৃতিক সাথে মানিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে।  নিজ দেশের সাংস্কৃতিক আর অন্য দেশের সাংস্কৃতিক ভালো নাও লাগতে পারে এটাই স্বাভাবিক। 

দেশে থেকে কাজ করতে গেলে প্রথমেই যে সমস্যা হয়

আপনি যদি দেশে থেকে কাজ করতে চান তাহলে কমন সমস্যা হলো চাকরির অভাব বা স্ব‌ল্প বেতন।  সেই সাথে দূর্নীতি, সিস্টেমের অনিয়ম, সুযোগের সীমাবদ্ধতা।
তার জন্য অনেকেই হতাশ হ‌ইয়া যায় কি করবো কিছুই বুঝতে পারে না, তবে যারা সঠিক সিদ্ধান্ত নিয়ে উদ্যোগ নিতে পারে তারাই দেশে একটা সময় গিয়ে সফল হয়।

জীবনের মূল্য কি

সম্মান, অর্থ, নিরাপত্তা এবং শান্তিপূর্ণ জীবন আর এই সব ভাবনা চিন্তায় পড়েই আমরা ভাবতে থাকি।  বিদেশ যাবো নাকি দেশে থাকবো অনেকেই বলে বিদেশে আরামের জীবন। ইউরোপ, আমেরিকা গিয়ে বসবাস করবেন ঠিকই কিন্তু শান্তি নাই। কেননা আপনজনদের থেকে দূরে থেকে যদি শান্তি পাওয়া যেতো। তাহলে দুনিয়ার কোন মানুষ অসুখী বা অসুস্থবোধ করতো না।

আপনি বিদেশ থাইকা যত সুখেই থাকেন না কেনো পরিবার আত্মীয়স্বজনের অভাব থেকেই যাবে আপনার ভিতরে।  অন্যদিকে অসংখ্য মানুষ দেশের মাটিতে দিনমজুরি করে, পরিবার আত্মীয়স্বজন নিয়ে সুখে আছে।  আর এই সুখের সংজ্ঞা একেক জনের কাছে একেক এরকম হয়ে থাকে যা ভাষায় প্রকাশ করার মত না।


বিদেশ মানেই কি সফলতা বা সুখের জীবন 

অধিকাংশ মানুষই মনে করে বিদেশে গেলে অনেক বেশি আয় করতে পারবে।  বাড়ি, গাড়ি করতে পারবে টাকা হলে সমাজে অনেক সম্মান পাবে। আর এগুলোই ভেবে থাকি আমরা ইত্যাদি ইত্যাদি।  বিদেশের মাটিতে আসল বাস্তবতা হলো অধিকাংশ মানুষই বিদেশ যাইয়া।  নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, হোটেল হেল্পার, ড্রাইভিং ইত্যাদি ইত্যাদি এসকল ধরনের কাজ করে বেড়ায়।  গরম কিংবা ঠান্ডা যাই হোক না কোনো কাজ আপনাকে করতে হবেই। আর এটার নামই হলো বিদেশ বা প্রবাস।

তবে যারা উচ্চ শিক্ষিত, দক্ষ বা পেশাগত কর্মী তাদের বিষয়টা ভিন্ন যেমন ডাক্তার, ইন্জিনিয়ার, নার্স, তাদের জন্য বিদেশে কিছু সুযোগ আছে। তবে এইজন্য দরকার নিজের দক্ষতা ও ধৈর্য্য।


বিদেশে থেকেও প্রতিটা প্রবাসীদের দেশের প্রতি দায়িত্ব

যারা বিদেশে গেছেন বা যাবেন তারা শুধু নিজের জন্য‌ই যে কিছু করে এমনটা না, বরং দেশের অর্থনীতি জন্য বিশাল অবদান‌ ও রাখেন। দেশে রেমিট্যান্স পাঠায় আর যার জন্য দেশের অর্থনীতি শক্তিশালী বা চাঙ্গা হয়ে থাকে।  আবার অনেকেই দীর্ঘ দিন বিদেশের জীবন ছাইড়া।  একেবারে দেশে গিয়ে নতুন করে ব্যবসা শুরু করে, যা সমাজের জন্য‌ও এক বিশাল অবদান রাখে।


আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে 

এখন আপনি ভাবুন দেশ ভালো না বিদেশ ভালো, মূলকথা হলো আপনি কেমন জীবন যাপন করতে পছন্দ করেন সেটার উপরে ডিফেন্ট করে।  অসংখ্য মানুষ আছে পরিবার ছাড়া একা থাকতে পারে, যা অনেকেই পারে না।  আবার অনেকেই  রিস্ক নিতে ভালোবাসে‌ কেউ বা আবার নিরাপত্তা ও চায়।



FAQ


জীবন আপনার |  আপনি সিদ্ধান্ত নিন কি করবেন।

আপনি যদি দেশে থেকে কাজ করতে চান | তাহলে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হতে পারেন বা ব্যবসা করতে পারেন।

যদি উন্নত জীবনের জন্য ইউরোপ আমেরিকা গিয়ে বসবাস করতে চান | অবশ্যই সেই সব দেশে আপনাকে টেক্স পে করে থাকতে হবে, বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছুই ব্যয়বহুল খরচ। 

 বিদেশে বসবাস করলে | আত্মীয় স্বজন ছাড়া থাকতে হবে।

 আপনি যদি সময়ের মূল্যয়ন বুঝতে চান | তাহলে সাময়িক সময়ের জন্য বিদেশে গিয়ে শিক্ষা অর্জন করতে পারেন। 

যদি অল্প সময়ে ভালো আয় করার  ইচ্ছা থাকে| তাহলে মধ্যেপ্রাচ্যর দেশ গুলোতে যাইয়া কাজ করতে পারেন, পরে ভালো আয় হ‌ইলে দেশে আইসা ব্যবসা বাণিজ্য করতে পারেন।


আমার ব্যক্তিগত মতামত 

আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে অন্য কেউ নিয়া দিবো না।  আপনি দেশে কাজ করেন আর বিদেশ গিয়ে কাজ করেন। সবখানেই কষ্ট আর পরিশ্রম আছে।  আর পরিশ্রম করতে পারলে হয়তো একটা সময় গিয়া সফলতা অর্জন করতে পারবেন। যদি ধৈর্য্য ধরতে পারেন হোক সেটা দেশ কিংবা বিদেশ। এখন সিদ্ধান্ত আপনার। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url