৩০ বা ৪০ হাজার টাকা উপার্জন করার উপায় বাংলাদেশে
বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যাদের ভালো ডিগ্রি ও সার্টিফিকেট থাকা সত্ত্বেও অসংখ্য মানুষ চাকরি পাচ্ছে না।
তাই বেশিরভাগ মানুষ এখন অনলাইনে বা ব্যবসার দিকে ধাবিত হচ্ছে, তাই এমন অসংখ্য মানুষ আছে - যারা অনলাইন অনুসন্ধান বা ব্যবসা করে।
কিভাবে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতে পারে।
আজকে এই পোস্টে শেয়ার করব, কিভাবে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করার যায় বাংলাদেশে।
৩০ বা ৪০ হাজার টাকা আয়ের উপায়
বাংলাদেশে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পাওয়া, নিম্ন আয়ের ব্যক্তিদের সাংসারিক খরচ চালাতে হিমশিম খেতে হয়।
যার কারণে বেশিরভাগ মানুষই বাড়তি আয়ের মাধ্যম অনুসন্ধান করে থাকে, কিভাবে অনলাইন থেকে আয় করা যায়, ইত্যাদি ইত্যাদি।
বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই মনে করেন, যে ৩০ থেকে ৪০ হাজার আয় করতে পারলে - সাংসারিক খরচ চালানো সম্ভব।
আজকে এই পোস্টে শেয়ার করব, ৩০ থেকে ৪০ হাজার টাকা কিভাবে আয় করা যায় বাংলাদেশে - তার বিস্তারিত।
ফ্রিল্যান্সিং করে আয়
আপনি যদি ভালো ইংরেজি লিখতে পারেন
এবং SEO বা ডিজিটাল মার্কেটিং ভাবে জানেন,
তাহলে আপনি Fiverr - Freelancing বা Upwork থেকে সহজেই কাজ পেতে পারেন। বাংলাদেশ থেকে অনেকেই প্রতি মাসে ৫০,০০০ টাকার বেশি আয় করছে ফ্রিল্যান্সিং করে।
ব্লগ ও Google Adsense থেকে আয়
যদি লেখালেখি পছন্দ করেন
তাহলে নিজের একটি ব্লগ ওয়েবসাইট খুলে নিয়মিত
SEO Friendly আর্টিকেল লিখে আয় করা সম্ভব। আপনি যে কোন নির্দিষ্ট একটা বিষয় নিয়ে লিখেন যেমন, প্রযুক্তি - ভ্রমণ - শিক্ষা, ইত্যাদি! অথবা যেটা নিয়ে আপনি লিখতে বেশি পছন্দ করেন। Google আপনার ব্লগের আর্টিকেলে বিজ্ঞাপন দেখাবে এবং আপনি আয় করতে পারবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং
প্রোডাক্ট রিভিউ! Daraz, Amazon, ClickBank, Rokumari মত সাইটের প্রোডাক্ট রিভিউ লিখে - প্রতিটি বিক্রয়ে উপর নির্দিষ্ট পরিমাণ কমিশন পেতে পারেন। এটি একটি প্যাসিফিক ইনকামের চমৎকার মাধ্যম যা একটি অসাধারণ উপায়।
ইউটিউব চ্যানেল খুলে ভিডিও তৈরি করা
বর্তমান সময় ইউটিউব অনেক বেশি জনপ্রিয়-
ব্লগ, রিভিউ, ভ্রমণ গাইড, শিক্ষামূলক ভিডিও ইত্যাদি তৈরি করে। Monetize করতে পারেন। আপনি চাইলে মোবাইল দিয়েও ইউটিউব শুরু করতে পারেন।
ফেসবুক এবং ইন্সটাগ্রাম মনিটাইজেশন
আপনি চাইলে একটি পেজ খুলে সেখানে প্রতিদিন কন্টেন্ট পোস্ট করলে এবং নিজের ডিজিটাল পণ্য বিক্রি করে বা ব্রান্ড ডিল, স্পন্সরশিপ থেকেও আয় করতে পারেন।
পার্টটাইম চাকরি
বাংলাদেশের অধিকাংশ মানুষই পড়াশোনা বা মূল কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চায়। যা পার্টটাইম চাকরি একটি দূরান্ত উপায়-যেখানে কম সময় দিয়ে ভালো পরিমাণ অর্থ আয় করা সম্ভব। বিশেষ করে
অনলাইনভিত্তিক কাজগুলো যেমন, কন্টেন্ট রাইটিং, টিউশনি, ফ্রিল্যান্সিং অথবা ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং ইত্যাদি মাধ্যমে সহজেই ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করা যায়।
কৃষি ও পশু পাখি পালন
বাংলাদেশের গ্রাম এবং শহর ভিত্তিক এলাকাগুলোতে ও জনপ্রিয় আয়ের মাধ্যম। কম পুঁজিতে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল লালন পালন করতে পারেন অথবা কৃষি করতে পারেন-বাজার ব্যবস্থা ভালো থাকলে। ভিন্ন সবজি ফলমূল চাষ করে ভালো পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা থাকলে, এই খাত থেকে প্রতিনিয়ত লাভবান হতে পারেন।
FAQ
প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা আয়ের উপায়?
📌 অনলাইনে বিভিন্ন টাস্ক রয়েছে (PTC, Survey App review করে দিনে ৫০ থেকে ১০০ টাকা বা তার অধিক আয় করা সম্ভব।
কিভাবে ঘরে বসে আয় করা যায়
▪️ ঘরে বসে আয় করতে চাইলে
অবশ্যই আপনাকে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গুলো ঘুরে দেখতে হবে। মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে ফ্রিল্যান্সিং, কন্টেন্ট রাইটিং, ইউটিউব, ব্লগিং বা ড্রপশিপিং শুরু করতে পারেন।
ছোট করে বলছি?
উপরের আর্টিকেল পড়ে যা জানতে পেরেছেন
আপনি চাইলে তা থেকে যে কোন একটি ব্যবসা শুরু করতে পারেন। আস্তে ধীরে ৩০ থেকে ৪০ হাজার টাকা মাসে আয় করতে পারবেন। প্রথম হয়তো একটু কম বেশি হবে আয়। ধৈর্য্য ধরে সময় দিন হতাশ হবেন না সফলতা অর্জন করতে পারবেন, ইনশাআল্লাহ?