৫টা AI টুলস শিখা উচিত
বর্তমান যুগটা চলছে প্রতিযোগিতার যুগ আপনার যদি স্কিল জানা না থাকে। ভালো ডিগ্রি ও সার্টিফিকেট থাকা সত্যেও চাকরি পাওয়া কঠিন। আপনার যদি যেকোন একটি স্কিল জানা থাকে। তাহলে কাজের ডিমান্ড অনুযায়ী সব জায়গায় থাকবে।
যে ৫টা AI Tools অবশ্যই আপনাকে শিখতে হবে
আজকে আমরা ৫টা এআই টুলস নিয়া বিস্তারিত আলোচনা করবো। যে টুলস গুলো আপনার দৈনন্দিন কাজে বা ক্যারিয়ারের জন্য খুব বেশি হেল্পফুল হবে।
আশাকরি আর্টিকেল টি ধৈর্য্য সহকারে পড়বেন, তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া হোক।
AI Tools গুলো কি কি
১ গুগল এআই স্টুডিও | আপনি যদি মনে করেন যে আপনার একজন টিউটর থাকলে ভালো হতো। যাকে আপনি যে কোন সময় আপনার স্ক্রিন শেয়ার করে আপনার সমস্যা সমাধান করতে পারেন। গুগল এআই স্টুডিও টুলস টা ঠিক এরকম আপনি কোনও জায়গায় আটকে গেছেন আপনি শুধু স্ক্রিন শেয়ার করবেন।
এবং আপনার যে প্রব্লেম টা আছে, তার আগে পিছে কন্টেস্ট টা বুঝে সে আপনাকে সমস্যা সমাধান করে দিবে।
২ নোটবুক এলএম | নিজের ক্যারিয়ার কে ডেভলপ করার জন্য অনেক সময় অনেক জিনিস শিখতে হয়।
বড় একটা ডকুমেন্টস ও পড়তে হয়। আমাদের ভিডিও দেখতে হয় লিখতে হয় পিডিএফ করতে হয়। আর এই ধরনের সকল কাজের জন্য নোটবুক এলএম আপনাকে অনেক হেল্প করতে পারে। নোটবুক এলএম সে আপনার জন্য ডকুমেন্টস তৈরি করে দিতে পারে, ডকুমেন্টস অডিও পড়ে দিতে পারবে। ডকুমেন্টস কি আছে সেই বিষয়ে এক্সপ্লাইন করতে পারবে।
৩ কিভাবে ওয়েবসাইট বানাতে হয় | এটা শিখুন কেননা এই যুগে প্রতিটা মানুষের একটা করে ওয়েবসাইট থাকা উচিত। যেখানে আপনার সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে। আপনি কি জানেন, কি কি স্কিল আছে সেই বিষয়ে বিস্তারিত লেখা থাকবে যেনো অন্যরা দেখেই বুঝতে পারে আপনার সম্পর্কে ও আপনার স্কিল সম্পর্কে। এআই এর এই যুগে কোন প্রকার কোডিং ছাড়া আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। যেগুলো ব্যবহার করে সহজেই একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারেন। Google site, design.com, lovable
বা Hostinger Horizon দিয়ে। এরকম অসংখ্য AI website builder tools আছে যেগুলো ট্রাই করে দেখতে পারেন। আপনি যদি Pro লেভেলের হোন বা ওয়েবসাইট কন্ট্রোল চান তাহলে WordPress দিয়েও তৈরি করতে পারেন।
৪ Prompt ইন্জিনিয়ার | এআই এর যে মাষ্টার নলেজ সেটা পুরোটাই Prompt ইন্জিনিয়ার। আপনি যদি AI টুলস ব্যবহার করে যদি ভালো আউটপুট নিয়ে আসতে চান। তাহলে অবশ্যই আপনাকে ভালো Prompt নির্দেশনা দেওয়া জানতে হবে। বুঝিয়ে বলতে হবে আপনি চান কি এরকম জিনিস তৈরি করতে চান ইত্যাদি। আর তখনই আপনি এআই থেকে ভালো রেজাল্ট দেখতে পাবেন। আমাদের হাতে কাছে এখন অসংখ্য এআই টুলস আছে কিন্তু আপনি এগুলো যদি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তাহলে বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবেন। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
৫ আপনি VEO 3 ব্যবহার করা শিখতে পারেন | অসংখ্য ভিডিও আসে আপনার সামনে। কিন্তু আপনি হয়তো খেয়ালই করেননি এটা AI ভিডিও - আপনি যদি ভালো Prompt দিতে পারেন অনেক ক্ষেত্রে রিয়াল ভিডিও মত করে আপনাকে ভিডিও তৈরি করে দেবে। এই টুলস ব্যবহার করা শিখলে আপনি ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারবেন।
FAQ
গুগল স্টুডিও সম্পর্কে বিস্তারিত জানতে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করুন।Prompt ইন্জিনিয়ার কি এটা সম্পর্কে জানতে ইউটিউবে ভিডিও দেখতে পারেন।এআই ওয়েবসাইট বিল্ডার | সম্পর্কে ভালো ভাবে শিখতে প্লাটফর্ম গুলো ব্যবহার করতে পারেন।নোটবুক এলএম | দিয়ে আপনার কাজ গুলো করে নিতে পারবেন যা খুবই হেল্পফুল।ভিইও ৩. ব্যবহার শিখে ইউটিউব বা তাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। Veo3 শিখলে আপনি ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারেন।
অবশেষে বলতে চাই
আপনি চাকরি করেন বা নিজের কাজ করেন।
আপনার স্কিল জানা থাকলে কোথায় কাজে সমস্যায় পড়বেন না। স্কিল এমন একটা জিনিস যা নিজের কাছে থাকে নিজের শিখা প্রতিভা অন্য কেউ নিতে পারে না।
কিন্তু আপনার প্রতিভা সবার কাছে ছড়িয়ে দিতে পারবেন। তাই প্রতিটা মানুষের উচিত একটা করে স্কিল শিখে রাখা আজ না হয় কাল এটা কাজে আসবেই।
যে কোন একটা স্কিল শিখা শুরু করুন আপনার যেটা শিখতে ভালো লাগে। প্রতিটা জিনিস শিখতে গেলে প্রথম একটু বাধা আসবে প্যারা খাবেন তারপরও ধৈর্য্য ধরে শিখতে থাকুন সফল হতে পারবেন।
| শুভ হোক সবার পথ চলা |
written by Potiva Tech