বাংলাদেশী ৫টি হোস্টিং কোম্পানি
এই প্রযুক্তির যুগে অধিকাংশ মানুষই ব্যবসা কে অনলাইনে কনভার্ট করছে। কেননা এখনকার সময় ব্যবসা অফলাইনে পাশাপাশি অনলাইন ও রাখছে।
আপনি যদি নিজের ব্যবসা বা ব্লগ শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো হোস্টিং নিতে হইবে। আজকে এই পোস্টে আমার অভিজ্ঞতা থেকে, দেশীয় ৫টি হোস্টিং কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো। লেখাটি ধৈর্য্য ধরে পড়বেন।
দেশীয় হোস্টিং কোম্পানি গুলো
১ Exon Host হলো | বাংলাদেশের একটি পুরনো এবং জনপ্রিয় হোস্টিং কোম্পানি তারা ২০০৯ সালে প্রথম যাত্রা শুরু করে। বর্তমানে তারা ওয়েব হোস্টিং সার্ভিস দিতেছে সেইসাথে তাদের কাস্টমারদের কর্পোরেট কোম্পানি ও আছে।
তাদের সেবা সমূহ | শেয়ার্ড হোস্টিং, রিসেলার হোস্টিং, VPS ও ডেডিকেটেড সার্ভার।
তাদের ডাটা সেন্টার | সিঙ্গাপুর ও ইউএসএ
গতি এবং আপটাইম থাকে | ৯৯.৯% আপটাইম ও লাইটস্পিড সার্ভার।
দাম বা মূল | বছরে ১,০০০ টাকা যেটা কিনা আপনি প্রাথমিক অবস্থায় পাইবেন শেয়ার্ড হোস্টিং।
Exon Host এর সার্ভিস বা কাস্টমার সার্ভিস | দ্রুত এবং প্রফেশনাল ২৪/৭ আপনার যদি নির্ভরযোগ্য হোস্টিং দরকার হয়। তাহলে তাদের হোস্টিং নিয়ে কাজ করে দেখতে পারেন। আমি তাদের সেবা গ্রহণ করেছি যা অত্যন্ত ভালো।
২ XeonBD | বাংলাদেশের হোস্টিং কোম্পানির মধ্যে সার্ভিসের জন্য অন্যতম। এই কোম্পানিটি মূলত হোস্টিং পরিসেবা দিয়ে থাকে এমনটা না বরং তারা মেইল সার্ভার, ক্লাউড সার্ভার সলিউশন, এবং ম্যানেজ সার্ভার সার্ভিস ও দিয়ে থাকে।
তাদের সার্ভিস | ক্লাউড হোস্টিং, ওয়েব হোস্টিং, SSL সার্টিফিকেট, ও ডোমেইন রেজিস্ট্রেশন করে থাকে।
ডাটা সেন্টার | বাংলাদেশে ও আমেরিকাতে।
কাস্টমার সার্ভিস | ২৪/৭ সেই সাথে লাইভ চ্যাট এবং টিকেটিং সিস্টেম রয়েছে।
দাম | ১২,০০ টাকা প্রতি বছর।
বিশেষ করে যারা অ্যাডভান্সড লেভেলের হোস্টিং খুঁজছেন Xeon তাদের জন্য বেস্ট হইবো।
৩ Host ever | তারা মূলত Web-host BD এর নতুন এক ব্রান্ডিং। এই কোম্পানিটি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বাজার ও সেবা / সার্ভিস দিয়ে আসছে। কারণ তাদের সার্ভার স্পীড ও সার্ভিস বিশ্বমানের আছে। আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন।
সার্ভিস | শেয়ার্ড হোস্টিং, ক্লাউড ম্যানেজড, এবং ওয়ার্ড প্রেস হোস্টিং এই সকল সার্ভিস দিয়ে থাকে তারা।
ডাটা সেন্টার | ফ্রান্স, আমেরিকা, বাংলাদেশে অবস্থিত।
তাদের বিশেষত্ব | তারা ৭ দিনের ভিতরে টাকা মানি ব্যাগ দিয়ে থাকে।
দাম খুবই | ৯৯ টাকা মাস যা বছরে ১,১৮৮ টাকা আসে।
Hostever| তাদের বড় সুবিধা হলো তারা সাশ্রয়ী মূল্যে এবং দ্রুতগতির সাপোর্ট দেয়। যা অত্যন্ত ভালো দিক।
৪ Alpha Net | এটি একটি জনপ্রিয় হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশের অন্যতম। তাদের হোস্টিং শুধু ব্যাক্তিগত না বরং ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, এমন বিশ্ববিদ্যালয়েও তাদের হোস্টিং সার্ভিস দিয়ে থাকে।
তাদের সার্ভিস | শেয়ার্ড হোস্টিং, ভিপিএস, মেইল হোস্টিং, ক্লাউড ও ডেডিকেটেড হোস্টিং।
তাদের ডাটা সেন্টার | আমেরিকা ও বাংলাদেশে অবস্থিত।
তাদের বিশেষত্ব | প্রাইভেট ডাটা সেন্টার এবং হাইলি সিকিউরিটি সম্পূর্ণ।
মূল্য ছাড় | অল্প থেকে শুরু করে প্রিমিয়াম বাজেটে প্যাকেজ নিতে পারবেন।
৫ Hosting Bangladesh | নাম শুনেই বুঝে ফেলেছেন এটি একটি দেশীয় কোম্পানি বা ব্র্যান্ড তারা অনেক বছর যাবৎ ছোট ব্যবসা বা ওয়েব সাইটের জন্য হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে।
তাদের সার্ভিস গুলো হচ্ছে | রিসেলার হোস্টিং, ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন ও SSL সার্টিফিকেট। এই সেবা দিয়ে থাকে তারা।
তাদের সাপোর্ট সিস্টেম | লাইভ চ্যাট বা ফোন কলের মাধ্যমে দিয়ে থাকে।
দাম/প্রাইস | ৮৫০ টাকা থেকে শুরু বছর যা নিজেদের সাধ্যের মধ্যে থাকে।
Faq
ExonHost সম্পর্কে | আপনার যদি কর্পোরেট কোম্পানি থাকে বা ভালো সার্ভিস চান। তাহলে দেশীয় সার্ভিস দিয়ে শুরু করলে ExonHost আপনার জন্য ভালো হতে পারে। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করুন। ExonHost
XeonBD সম্পর্কে | তাদের ভালো ও অ্যাডভান্সড লেভেলের হোস্টিং দরকার তাদের জন্য এদের সার্ভিস উপযুক্ত। তারা ছাড়া বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন। XeonBD
Hostever সম্পর্কে | তাদের সবচেয়ে বড় সুবিধা হলো অতিদ্রুত সাপোর্ট, সাশ্রয়ী মূল্যে এবং ৭ দিনের ভিতরে মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে থাকে। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করুন। Hostever
Alpha Net সম্পর্কে | যাদের বড় বড় কোম্পানি আছে তাদের জন্য আলফা নেট সবচেয়ে বেশি ভালো হবে। বিস্তারিত ওয়েব সাইট জানতে পারেন। AlphaNet
•| ExonHost আমি ২বছর ব্যবহার করছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। নিচের গুলো আমি আমার ক্লাইন্ট সাইট রান করছি তাঁরাও ভালো পারফরমেন্স পাচ্ছে। আপনি যেকোন একটা দিয়ে আপনার ব্যবসা বা ব্লগ শুরু করতে পারেন।
আমার ব্যক্তিগত মতামত |
•|• ধন্যবাদ সাথে এতোক্ষণ সাথে থাকার জন্য •|•
written by Potiva Tech