আমাদের দেশের অধিকাংশ মানুষই এখন চাকরির পাশাপাশি বাড়তি আয়ের উপায় খুঁজে থাকে। যারা চাকরির পাশাপাশি ঘরে বসে আয় করতে চায়?
অনেকেই অনলাইন থেকে বিভিন্ন উপায়ে আয় করে থাকে, তার মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে জনপ্রিয়? বর্তমান সময়ে আপনার নিজের পন্য ছাড়া, বিভিন্ন কোম্পানির পণ্য বা সার্ভিস প্রচার করে, কমিশন আয় করতে পারেন। ~ আর এই কাজটি আপনি ঘরে বসেই করতে পারবেন।
(যা কিনা? আগে মানুষ হেঁটে হেঁটে মার্কেটিং করতো, আর এখন অনলাইনের মাধ্যমে মার্কেটিং করে থাকে) যা অ্যাফিলিয়েট মার্কেটিং নামে পরিচিত?
আজকে এই পোস্টে শেয়ার করবো, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন। বিস্তারিত এই পোস্টে তুলে ধরা হলো, ধৈর্য্য নিয়ে লেখাগুলো আশাকরি পড়বেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
সহজ ভাষায় বললে? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে, যা অনলাইন ব্যবসার আধুনিক একটি মডেল। যেখানে আপনি অন্যের প্রোডাক্ট ও সার্ভিস অনলাইনে প্রচার করে, প্রতিটি বিক্রয়ের উপর নির্দিষ্ট পরিমাণ কমিশন আয় করতে পারবেন। কারণ আপনি একটি অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন। আর আপনার প্রচার করা লিংক ব্যবহার করে, যদি কেউ কেনাকাটা করে তাহলে আপনি প্রতি বিক্রয়ে থেকে কিছু অংশ পাবেন কমিশন হিসেবে।
কিভাবে কাজ করবেন?
- আপনাকে নির্দিষ্ট কোনো একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন্ট করতে হবে। যেমন (Daraz, Amazon, ClickBank, Shareasale) ইত্যাদি।
- আপনি অ্যাফিলিয়েট জয়েন্ট হওয়ার পর বিশেষ একটি লিংক পাবেন তাদের থেকে যেটা হচ্ছে ট্র্যাকিং লিংক। যা? ফেসবুক, ইউটিউব, ব্লগ বা অন্যান্য সোস্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে শেয়ার করতে পারবেন।
- যখন আপনার প্রচার লিংক ক্লিক করে কেউ, পণ্য কিনবে তখন আপনি কিছু অংশ কমিশন আয় করতে পারবেন।
কিভাবে শুরু করবেন?
আপনি একটি ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল দিয়ে, অ্যাফিলিয়েট করতে পারেন, আপনার পছন্দের একটি ক্যাটাগরি (নিশ) দিয়ে শুরু করতে পারেন।
মানুষ যখন দেখবে? আপনার কন্টেন্টের সবকিছুর মান উন্নত। তখন মানুষ বিশ্বাস করবে এবং আপনার দেওয়া লিংকে ক্লিক করবে।
আপনার ব্লগ বা কন্টেন্ট গুগলে রেঙ্কিং অথবা ফেসবুক প্রমোশন করার জন্য, ডিজিটাল মার্কেটিং বা এসইও করুন।
আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো আয় করতে চান? তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধরে প্রোডাক্ট রিভিউ করা লিখতে হবে। যা আপনার আয়ের পথকে একধাপ এগিয়ে রাখবেন?
নিচে কিছু জনপ্রিয় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের, প্লাটফর্ম গুলোর লিংক দেওয়া হলো? বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।
১/
Amazon Associates | সবচেয়ে বড় মার্কেটপ্লেস যেখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, আপনি যেকোন একটা (নিশ) নিয়ে কাজ করতে পারেন।
২/
Daraz Affiliate | যা বাংলাদেশসহ এশিয়ার একটি জনপ্রিয় (ই'কমার্স) সর্ববৃহৎ মার্কেটপ্লেস।
৩/
ClickBank | আপনি চাইলে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন।
৪/
CJ Affiliate | বিশ্বের নামিদামি ব্র্যান্ডের প্রোডাক্ট রিভিউ মার্কেটিং করে, এটাতে কাজ করতে পারেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে, কত টাকা আয় করতে পারবেন? এটা যদি শুরুতেই ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন। কেননা আপনি যদি ভালো আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ? আপনি যদি ভালো (নিশ) নিয়ে বা ভালো প্রোডাক্ট মার্কেটিং বা রিভিউ করতে পারেন। তাহলে ভালো আয় করা সম্ভব সেটা নির্ভর করবে আপনার দক্ষতার উপর।
কিছু গুরুত্বপূর্ণ কথা?
আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, একসাথে অনেক প্রোডাক্ট প্রমোশন বা প্রচার না করে। নির্দিষ্ট একটা (নিশ) নিয়ে প্রোডাক্ট প্রমোশন করুন।
আপনি চাইলে রিভিউ নিয়ে কন্টেন্ট লিখতে পারেন? যেমন- (টপ ৫টি মোবাইল ২০২৫) ইত্যাদি।
ভুল তথ্য বা ফেক প্রোডাক্ট রিভিউ বা প্রমোশন করা থেকে বিরত থাকুন।
পারফরমেন্স ও ট্র্যাকিং লিংক রিপোর্ট প্রতিদিন চেক করেন।
সাধারণ কিছু জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন: ১/ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কি ফ্রিতে যুক্ত হতে পারবো?
উত্তর:- হ্যাঁ, অধিকাংশ অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনার যুক্ত হতে - কোন প্রকার খরচ হবে না।
প্রশ্ন: ২/ মোবাইল দিয়ে করা যাবে কি?
উত্তর :- জ্বী হ্যাঁ, আপনি অবশ্যই মোবাইল দিয়ে করতে পারবেন। ব্লগ লেখা, ভিডিও বানানো, প্রোডাক্ট রিভিউ লেখা, লিংক শেয়ার করা ইত্যাদি। সবকিছু করতে পারেন।
প্রশ্ন: ৩/ আয় শুরু হতে কতদিন লাগবে?
উত্তর:- আপনার কন্টেন্ট লেখা বা প্রোডাক্ট রিভিউ করা যদি ভালো হয়। তাহলে ৩ থেকে ৪ মাসে আয় শুরু হতে পারে? আবার অনেকে সময় ৬ মাস ও লাগতে পারে। সেই ক্ষেত্রে ধৈর্য্য ধরে কাজ করতে হবে।
প্রশ্ন: ৪/ বাংলা ভাষায় কন্টেন্ট রিভিউ করা যাবে কি?
উত্তর:- অবশ্যই পারবেন, আপনি যদি বাংলায় ভালো প্রোডাক্ট রিভিউ মার্কেটিং করতে পারেন। তাহলে বাংলা কন্টেন্ট দিয়েও ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন।
আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু পরামর্শ?
আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে তেমন কোন পুঁজি লাগবে না? যা আপনি ঘরে বসেই করতে পারেন।
কিন্তু আপনি যদি শুরুতেই ইনকামের কথা চিন্তা করেন, তাহলে কিছুই করতে পারবেন না? কেননা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, আয় করতে চাইলে ~অবশ্যই আপনাকে ধৈর্য্য ধরে কাজ করতে হবে। যদি সঠিকভাবে ধৈর্য্য ধরে শ্রম দিতে পারেন, তাহলে প্যাসিভ ইনকাম করার সফলতা অর্জন করতে পারবেন।
|ধন্যবাদ ধৈর্য্য ধরে আর্টিকেল টি পড়ার জন্য|
written by Potiva Tech Team
@a☆ 👍