প্রবাস জীবন শেষ করে দেশে ফিরার প্রস্তুতি
আমরা যারা প্রবাসে আছি, একটা সময় আমাদের নিজের দেশে চলে যেতে হবে। বিশেষ করে মধ্যে প্রাচ্য দেশগুলোতে যারা থাকি। কেননা আমাদের একটা সময় গিয়ে মনে হবে, এবার দেশে ফিরে যাওয়ার সময় হইছে। নিজ দেশে পরিবার, মাটিও শিকড়ের টানে, কোন একটা সময় গিয়ে আমাদের দেশে যেতেই হবে। স্থায়ীভাবে বসবাস করার জন্য।
প্রবাসের লম্বা সংগ্রামের জীবন শেষ করে, যখন নিজ দেশে স্থায়ীভাবে বসবাস করার কথা মাথায় আসে। তখন আমাদের ভাবতে হয়, দেশে গিয়ে কি করবো বা কি করে সংসার চালাবো ইত্যাদি ইত্যাদি।
আজকে আমি কিছু কথা শেয়ার করবো, আমার মত ছাড়া প্রবাস জীবন শেষ করে। দেশে গিয়ে স্থায়ীভাবে কিছু একটা করার কথা ভাবছেন। বিস্তারিত জানতে এই পোস্টটি ধৈর্য্য ধরে পড়ার চেষ্টা করুন।
প্রবাস জীবন শেষ করে দেশে ফিরার আগে যে প্রস্তুতি নেওয়া উচিত আমাদের।
(১) মানসিক প্রস্তুতি
যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশে ফিরার আগে অবশ্যই আমাদের মানসিকভাবে প্রস্তুতি বা প্রস্তুত থাকা উচিত। কেননা প্রবাস জীবনের লম্বা সংগ্রামের পর যখন দেশে ফিরতে হবে, তখন দেশের নিয়মকানুন ও দেশের পরিবেশের সাথে অনেক পার্থক্য থাকবে। যা প্রবাস জীবনের পরিবেশ ও আইন কানুন থেকে সম্পূর্ণ আলাদা। তাই দেশে এসে, অনেকটাই ব্যতিক্রম ও কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু ধৈর্য্য ধরে মানিয়ে নিতে হবে।
(২) আর্থিক পরিকল্পনা করা
আমরা অধিকাংশ প্রবাসীরা একটি ভুল বেশি করে থাকি, তা হলো আর্থিক পরিকল্পনা না করা। প্রত্যেকটা প্রবাসীর উচিত দেশে ফিরার আগে সঞ্চয় করা, যাতে দেশে গিয়ে সমস্যায় না পড়তে হয়।
(৩) বিনিয়োগ করার উপায় বের করুন
দেশে ফিরার আগে বিনিয়োগ করার চেষ্টা করুন। কেননা বিদেশ থেকে দেশে আসার পর ইনকাম বন্ধ হয়ে যাবে। তাই দেশে আসার আগেই, বিনিয়োগ করুন যেনো আয়ের পথ খোলা থাকে।
(৪) পরিবারের জন্য পরিকল্পনা করা
আপনার পরিবারের সদস্যদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা, জমি বা ফ্ল্যাট কিনতে পারেন। যেনো, স্ত্রী সন্তান নিয়ে মানসিকভাবে শান্তিতে থাকতে পারেন। তা ছাড়া স্বাস্থ্য সুরক্ষা বা চিকিৎসার জন্য, স্বাস্থ্য বীমা করে রাখতে পারেন।
(৫) কাগজপত্র সংগ্রহ করুন
বিদেশ ছাড়ার আগে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র গুলো সংগ্রহ করে নিন। পাসপোর্ট, ই'কামা বা রেসিডেন্স কার্ড, ব্যাংক তথ্য, সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি।
(৬) পরিবেশের সাথে মিলে মিশে চলা
আসার পর পরিবেশ ও সমাজের মানুষের মনোভাব, রাস্তার অবস্থা, এসব কিছুই মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। তাই বিরক্ত না হয়ে ধীরে ধীরে সামলে নিতে হবে।
(৭) পেশাগত পরিকল্পনা করতে পারেন
অনেকেই দেশে ফিরে কিছু একটা করতে চায়, কিন্তু কি করবে সেটাই বুঝতে পারে না। অধিকাংশ প্রবাসী দেশে ফিরে ব্যথ হয়, শুধু সঠিক পরিকল্পনা না করার কারণে।
সাধারণ জিজ্ঞাসা (FAQs)
আপনি আমি যেখানেই থাকি না কেনো, আল্লাহ আমাদের রিজিক দান করেন। শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সেই সাথে চেষ্টা করে যেতে হবে। প্রতিটা মানুষের সঠিক সিদ্ধান্ত নিয়ে, সামনে এগিয়ে যেতে হবে।
প্রবাসীদের ভুল একটাই টাকা না জমানো, সঠিক তথ্য তুলে ধরছেন।
Right