দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করার উপায়

দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করার উপায়


আজকাল গাড়ি চালাতে পারলেই, যে আপনি স্বাধীনতা পেয়ে গেছেন এমনটা না। আইনের চোখে ফাঁকি দিয়ে রাস্তায় চলা মুশকিল একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই বাংলাদেশ (BRTA) থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে। লাইসেন্স থাকলে এবং আপনার গাড়ির কাগজপত্র ঠিক থাকলে।  ট্রাফিক পুলিশ ও আপনার সাথে খুব বেশি একটা ঝামেলা করতে পারবে না। যদি সবকিছু ঠিকঠাক থাকে। 

এই পোস্টে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করবো, লাইসেন্স নিয়ে। কেন লাইসেন্স দরকার। বিস্তারিত ধৈর্য্য ধরে পড়বেন পোস্টটি।


লাইসেন্স থাকলে কেন সুবিধা

আমার যখন লাইসেন্স ছিলো না তখন পুলিশ ধরে মামলা দেয়, সেই সাথে অনেক হয়রানির শিকার ও হ‌ইতে হ‌ইছে আমাকে। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে এটাই স্বাভাবিক। যেমনটা আমি হ‌ইছি।  এখন লাইসেন্স আছে পুলিশ ধরে গাড়ি কাগজ ও লাইসেন্স চেক করে ছাইড়্যা দেয়, সবকিছু ঠিকঠাক থাকার কারণে। আর যদি সমস্যা থাকে তাহলে সমাধান করতে বলবে, না হয় মামলা দিবে। যা একটা প্যারা অনেক হয়রানি হতে হয় বিরক্তিকর ব্যাপার। তাই  আমি বলবো আপনার গাড়ির পেপার সবসময় আপডেট রাখুন,  আপনার যদি লাইসেন্স না থাকে সেটা  কিভাবে করবেন।  বিস্তারিত নিচে তুলে ধরছি ধৈর্য্য ধরে পড়ুন আশা করি বুঝতে পারবেন।


কিভাবে লাইসেন্স করবেন

আপনি যদি একটু মেধাবী বা চালাক চতুর হোন, তাহলে আপনার লাইসেন্স আপনি নিজেই কিছু প্রক্রিয়া সম্পন্ন করে করতে পারেন।  দালালদের খপ্পরে না পড়ে, চলুন জেনে নেই। 

আমাদের দেশে মূলত প্রথম দুই ধরনের লাইসেন্স দিয়ে থাকে।  ১. শিক্ষানবিস লাইসেন্স।  ২. প্রশিক্ষণ লাইসেন্স।
এটা হলো প্রথম ধাপ আপনি গাড়ি চালানো শিখতেছেন এটা তার প্রমাণ। 

প্রফেশনাল বা নন-প্রফেশনাল লাইসেন্স।  যখন আপনি পরিক্ষায় উত্তীর্ণ হবেন তখন বিআরটিএ থেকে প্রদান করা হবে।

নন-প্রফেশনাল লাইসেন্স দিয়ে আপনি আপনার ব্যক্তিগত গাড়ি চালাতে পারবেন।

প্রফেশনাল লাইসেন্স পেশাদার চালকদের জন্য যারা ট্রাক, বাস বা রেন্ট কার ইত্যাদি চালায়।


ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি লাগবে 

ড্রাইভিং লাইসেন্স করার জন্য অবশ্যই আপনাকে কিছু শর্ত বা নিয়ম অনুসরণ করতে হবে।  প্রথমেই আসে বয়স - নন-প্রফেশনাল লাইসেন্স জন্য ১৮ বছর আর প্রফেশনাল লাইসেন্স জন্য ২১ বছর হ‌ইতে হবে।

লাইসেন্স বানাতে হলে অবশ্যই আপনাকে ৮ম শ্রেনী পাস হতে হবে। চোখ ও স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট সহ শারীরিক ভাবে ফিট থাকতে হবে। 
যে লাইসেন্সের জন্য আবেদন করবে তার জাতীয় পরিচয়পত্র / এন‌আইডি থাকতে হবে। 


যেভাবে আবেদন করবেন

 ড্রাইভিং লাইসেন্স নিতে হলে, অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। https://brta.gov.bd | অথবা https://bsp.brta.gov.bd  | এই সাইটে গিয়ে, আপনি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন, আপনার সঠিক তথ্য দিয়ে।

ফর্ম পূরণ করা হলে। 
সকল ডকুমেন্টস সাথে নিয়ে আপনার নিকটস্থ  বিআরটিএ সার্কেলে গিয়ে নির্ধারিত ফি দিয়ে 
জমা দিন। সাধারণ ফি ৩৫০ থেকে ৫০০ টাকার মত দিতে হবে। 

অফিসার আপনার কাগজগুলো যাচাই বাছাই করে,  BRTA অফিস গিয়ে  ছবি তুলতে বলবে।  প্রথম পরীক্ষা দিবেন চোখ এবং রোড সাইট চিহ্ন। 

আপনি প্রথম পরিক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে ৩ মাসের জন্য লার্নার কার্ড প্রদান করবে, আর এই ৩ মাসের মধ্যে আপনার গাড়ি চালানো শিখতে হবে ভালো একজন প্রশিক্ষক থেকে। 

তারপর বিআরটিএ দেওয়া তারিখ অনুযায়ী আপনি সেখানে যাবেন।  ফিজিক্যাল ও মৌখিক এবং লিখিত টেস্ট নেবে তারপর ছবি তুলতে যেতে বলবে।  আর আপনি সকল পরিক্ষায় উত্তীর্ণ হলে আপনার সকল কাগজপত্র রেখে একটা স্লিপ দিবে।

আপনার সবকিছু যাচাই-বাছাই করে তারা এস‌এম‌এসের মাধ্যমে জানিয়ে দিবে লাইসেন্সের আপডেট। তারপর ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে আপনার লাইসেন্স টি আপনার এলাকার পোস্ট অফিস পাঠিয়ে দিবে।



সাধারণ জিজ্ঞাসা

১/ দালাল ছাড়া করা যাবে? | হ্যাঁ আপনি নিজেই দালাল ছাড়া করতে পারবেন।  সব কাগজপত্র সঠিক ভাবে সাজিয়ে বিআরটিএ গিয়ে জমা দিন। বিস্তারিত আপনি  বিআরটিএ ওয়েব সাইট ভিজিট করে জেনে নিতে পারেন।  https://brta.gov.bd

২/ ফর্ম পূরণ?  | মোবাইল বা কম্পিউটার থেকে নিজেই পূরণ করতে পারেন। 

৩/ সাহস ও ধৈর্য্য নিয়ে এগিয়ে যান?  | আপনি সহজেই বুঝতে পারবেন, এটা করা কঠিন কিছু না মনে সাহস রাখবেন। দেখবেন কাজটা সহজ হয়ে গেছে।


আমার ব্যক্তিগত পরামর্শ


আপনি গাড়ি চালানো শিখার সময় অবশ্যই লার্নার কার্ড সঙ্গে রাখবেন,  ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর চেষ্টা করুন।  সাথে অভিজ্ঞ একজন ড্রাইভার বা প্রশিক্ষক রাখা বাধ্যতামূলক, কেননা আপনি যেহেতু নতুন রাস্তার নিয়ম-কানুন কিছুই বুঝেন না।

বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করা কঠিন কিছু নয়, শুধু দরকার সাহস আর ধৈর্য্য। দেশের সচেতন নাগরিক হিসেবে এটা আপনার প্রাপ্য তাই দালালদের পিছনে টাকা নষ্ট না করে নিজে নিজে করার চেষ্টা করুন। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বৈধ ভাবে দালাল ছাড়া লাইসেন্স করুন।

 না বুঝলে বিস্তারিত, বিআরটিএ ওয়েব সাইটে নির্দেশনা দেওয়া আছে। পড়ে দেখতে পারেন।  অথবা কমেন্ট করতে পারেন।

| শুভ হোক সবার পথ চলা | 

written by Potiva Tech

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url